থর্নহিলের এক নারীর বিরুদ্ধে কানাডাব্যাপী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এক দম্পতিকে বাড়ি বিক্রিতে সাহায্য করেছেন এবং বাড়ি বিক্রি থেকে প্রাপ্ত মুনাফা নিয়ে তিনি সটকে পড়েছেন বলে তদন্তকারীরা প্রমাণ পাওয়ার পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
তদন্তকারীরা বলেছেন, ২০২৩ সালের নভেম্বরে দুজন বাড়িওয়ালা তাদের আইনজীবী হিসেবে ওই নারীকে নিয়োগ দেন। তার দায়িত্ব ছিল তাদের বাড়িটি বিক্রি করে দেওয়া।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুক্তভোগীরা বাড়িটি বিক্রি করতে সমর্থন হন এবং ভুক্তভোগীদের আস্থার সুযোগ নিয়ে ওই আইনজীবী মুনাফার অর্থ নিজের কাছে রাখেন। মুনাফা বুঝে নিতে ওই ব্যক্তিরা একাধিকবার ওই আইনজীবীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু তিনি কখনোই সাক্ষাৎ দেননি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মারিয়া মিখাইলিচেঙ্কো নামে ৪৬ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।