হ্যাট্টিক জয়ের জন্য লড়ছেন বাংলাদেশি কমিউনিটির গর্ব স্কারবো সাউথওয়েস্টের এমপিপি ডলি বেগম। এবারের আগাম প্রভিন্সিয়াল নির্বাচনে ডলি বেগমের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন লিবারেল পার্টি থেকে কাদেরিয়া জ্যাকসন এবং কনজারভেটিভ পার্টি থেকে আদিরউনকি ড্রামেলা।
তিন নারী প্রার্থীর মধ্যে সব কিছুতে এগিয়ে রয়েছেন বাংলাদেশি কমিউনিটির প্রিয়মুখ ডলি বেগম। প্রধানত বাংলাদেশি কমিউনিটির প্রতি তার দায়িবদ্ধতা এবং ভালোবাসায় তাকে এগিয়ে রেখেছে। স্থানীয় ভোটার এবং বাংলাদেশি কমিউনিটির অধিংকাশই মনে করি ডলি বেগম এর ধারেকাছেও কোন প্রার্থী এবার যেতে পারবেন না। তাই আমার বাজির ঘোড়া বাংলাদেশি কমিউনিটির গর্ব ডলি বেগম এর পক্ষে।
আগামী ২৭ ফেব্রুয়ারি প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশনে স্কারবো সাউথওয়েস্ট আসন থেকে এমপিপি পদে কে শেষ হাসি হাসবেন? তা দেখার অপেক্ষায় আমরা।