গত ১৫ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আবু জুবায়ের দারা, বর্তমান সভাপতি খোকন রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অতিথিদের স্বাগত জানান।
শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও স্থানীয় গুণী শিল্পীদের পরিবেশনা শুরু হয় সন্ধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার, ডলি বেগম এমপিপি, টরন্টো সিটি কাউন্সিলর পার্থি কান্ডিভ্যাল ও রাজনীতিক ডা. নুরুল্লাহ তরুন।
সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত ফকির সাহাবুদ্দিন। রাত বারোটা এক মিনিটে কেক কেটে এই আয়োজনের সমাপ্তি ঘটে।