ত্বক ও চুলের চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠান স্কিনোলজিক লেজার ও এস্থেটিক সেন্টার ৪ বছর পূর্তি করলো। সাধারণত স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এর কথা ভাবলেই মনে হয় অনেক খরচ। বিশেষ করে লেজার চিকিৎসা অনেক ব্যয়বহুল হয় এটাই সবার ধারনা। সেই ধারনা পাল্টে দিতেই গত ৫বছর নিরলসভাবে কাজ করছে ত্বক ও চুলের চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্কিনোলজিক লেজার ও এস্থেটিক সেন্টার।
২০২০ সালে শুরু, ছোট পরিসরে রাজধানীর খিলগাও-এ যাত্রা শুরু করে বর্তমানে দুই হাজার স্কয়ার ফিটের এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৩ জন কাজ করছেন। ত্বক ও চুলের চিকিৎসার পাশাপাশি ওয়েটলস জোন, হরমনাল চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।এখন অলিতে গলিতে অনেক লেজার সেন্টারই আছে যেখানে নাম মাত্র দামে চিকিৎসা দেয়া হচ্ছে কিন্তু মান সম্মত হচ্ছ না। স্কিনলজিক সল্প খরচে বেস্ট চিকিৎসা দিয়ে আসছে গত ৪ বছর ধরে।
এ প্রসঙ্গে স্কিনোলজিকের কর্ণধার ডা. সৈয়দা সামিনা মাহ্জাবিন জানান, ছোট দুটো রুম আর একজন স্টাফ নিয়ে শুরু হয়েছিল স্কিনলজিকের যাত্রা। শুরু থেকেই আধুনিক চিকিৎসা পদ্ধতি আর সেবা প্রদান করার পাশাপাশি খরচ যথাসাধ্য কম রাখার চেষ্টা করেছি। আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসকদের খুব যত্নসহকারে খুব কম খরচে চুল ও ত্বকের সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকি।
ডা. মাহ্জাবিন আরও বলেন, স্কিনোলজিক শুরু থেকেই খরচ সাধারন মধ্যবিত্তের নাগালে রাখার চেষ্টা করেছে। অপরদিকে নিত্য নতুন ট্রিটমেন্ট সংযোজন করা হয়েছে। এছাড়া অনলাইনেও সেবা প্রদান করে থাকে স্কিনলজিক।
ডা. মাহ্জাবিন আরও বলেন, অভিজ্ঞ ডার্মালোজিস্ট ছাড়া ত্বকের যেকোনো চিকিৎসা নেয়া ঝুঁকিপূর্ণ। একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট সঠিক চিকিৎসা দেয়ার পাশাপাশি স্কিনের জন্য উপযুক্ত পরামর্শ দিতে পারে।