(১৫ ফেব্রুয়ারি ২০২৫) – বাংলা লোকসংগীতের এক অবিস্মরণীয় নাম, বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী আজ। একুশে পদকপ্রাপ্ত এই কিংবদন্তি শিল্পী আজীবন গানকে সঙ্গী করে সমাজের অন্যায়-অবিচার, মানবতা, প্রেম ও জীবনের গভীর দর্শনকে তুলে ধরেছেন।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মগ্রহণ করা শাহ আবদুল করিম গ্রামের মাটিতেই বেড়ে ওঠেন। দারিদ্র্যের সাথে লড়াই করেও তিনি তাঁর সংগীত সাধনা থেকে বিচ্যুত হননি। তাঁর লেখা “গাড়ি চলে না”, “আমার গায়ে যত দুঃখ সয়”, “বন্ধু তুমি শুনতে কি পাও”সহ অসংখ্য গান বাংলার মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছে।
বাংলা বাউল গানের বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর গান শুধু বিনোদন নয়, এটি এক সংগ্রামী চেতনার প্রতিচ্ছবি, যা যুগে যুগে মানুষকে নতুন করে ভাবতে শেখায়। দেশ-বিদেশের সংগীতপ্রেমীরা আজ শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
শাহ আবদুল করিমের জন্মবার্ষিকীতে এই মহান শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তাঁর সুর ও বাণী চিরকাল বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম।