কানাডার বাঙালি কমিউনিটি সার্ভিস সেন্টার (BCSCC) আয়োজনে কানাডার সংসদ ভবনের সামনে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও কানাডা’র প্রধানমন্ত্রীর দর্ফতরে স্বারকলিপি প্রদান করা হয়।
৮ এপ্রিল (মঙ্গলবার) কানাডা আওয়ামীলীগ, অন্টারিও আওয়ামী লীগ, ক্যুইবেক আওয়ামীলীগ অটোয়া আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আরও কয়েকটি অলাভজনক সংস্থা জিএথ্রিভিএইচ (গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যাণ্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি)(GA3VH) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অংশগ্রহণ করে।
বাংলাদেশের অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনুস ও তার সহযোগীদের পদত্যাগের দাবিসহ খুন, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়, অবস্থান কর্মসূচি শেষে হাউজ অব কমন্সে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান , ১ নং সহ-সভাপতি আব্দুল কাদের মিলু, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম, BCSCC এর আবু সাইফুদ্দিন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশীর, সাঃ সম্পাদক মইনুল হোসেন, সাবেক উত্তর আমেরিকার মানবাধিকার চেয়ারম্যন উলিয়াম শ্লোন. মুক্তিযুদ্ধা রাজ্জাক হাওলাদার লেখক সাংকৃতিক ব্যক্তিত্ব দেলয়ার এলাহী , ইতরাত জুবেরি সেলিম , নারী নেত্রী শেখ শামসুন নাহার,GA3VH এর ইসরাত আলম সহ আরও অনেকে। ব্যপক সাংকৃতিক ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কানাডার প্রধানমন্ত্রী কে স্বারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল বাংলাদেশে চলমান ইউনূস-শাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা তৈরি করা।
প্রতিবাদকারীরা জানান, বাংলাদেশে প্রতিনিয়ত ডাকাতি, সন্ত্রাস, শিশু নির্যাতন ও সংখ্যালঘু নারীদের ওপর গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটছে। এ ছাড়া, রাজনৈতিক প্রতিপক্ষ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনাও বাড়ছে বলে তারা বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।