৭ অক্টোবর হামলার বার্ষিকীর স্মরণসভায় যোগ দিতে না পারার কারণ হিসেবে সঠিক যোগাযোগের অভাব, ইমেইল হারিয়ে যাওয়া এবং ব্যস্ত সূচির কথা উল্লেখ করেছেন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ। বুধবার সিটি কাউন্সিলের বৈঠকের আগে সংবাদ সম্মেলনে চাউ আমাদের নগরীর গভীর ব্যথা ও যন্ত্রণার কথা স্বীকার করেন।
তিনি বলেন, ৭ অক্টোবর ছিল বহু মানুষের জন্যই কঠিন একটি দিন। এটা ছিল ইসরায়েলের ওপর হামাসের নৃশংস হামলার এক বছর পূর্তী। ওই হামলায় ১ হাজার ২০০ এর বেশি মানুষ নিহত এবং ২০০ জন অপহৃত হন। তাদের অনেকেই এখনো জিম্মি অবস্থায় রয়েছেন। টরন্টোর ইহুদি সম্প্রদায়ের জন্য দিনটি খুবই বেদনার।
কেন তিনি এখন কেবলমাত্র একটি বিবৃতি দিচ্ছেন? প্রতিষ্ঠাবার্ষিকীর পরদিন এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, তিনি বিবৃতিটি দিয়েছেন প্রকৃতপক্ষে শুক্রবার। প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েকদিন আগে। এটা খুবই বিস্তৃত বিবৃতি।
তিনি বলেন, যথেষ্ট ক্ষোভ আছে এবং ইহুদিদের স্মরণসভায় যোগ দিতে না পারায় আমি খুবই অনুতপ্ত। আমার কার্যালয় ও আয়োজকদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল বলে আমার ধারণা। কিন্তু সেটা অতীত।
চাউ বলেন, আয়োজক সংগঠক সেন্টার ফর ইসরায়েল অ্যান্ড জুইশ অ্যাফেয়ার্স (সিআইজেএ) এবং ইউজেএ ফেডারেশন অব গ্রেটার টরন্টোর সঙ্গে তিনি বৈঠকের আশা করছেন। এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আমরা আলোচনা করব এবং ৭ অক্টোবর সন্ধ্যার অনুষ্ঠানে যোগ না দিতে পারার জন্য আমি ক্ষমা চাইছিল। একসঙ্গে শোক ও দুঃখ প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ। এটা ছিল গভীর বেদনার একটি দিন।
ভুল বোঝাবুঝি বলতে তিনি কী বোঝাতে চাইছেন? ব্যাখ্যা চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে বিস্তারিত জানি না। তবে আমার কার্যালয় কোনো ইমেইল পায়নি, যা তারা আমাকে পাঠাবে।
চাউ বলেন, সিটির আইটি বিভাগ বিষয়টি দেখছে। তবে এ ব্যাপারে আরও প্রশ্ন আসলে সেগুলো থামিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।