ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সংঘাত বৃদ্ধির মধ্যে লেবাননের বেসামরিক লোকদের মানবিক সহায়তায় এক কোটি ডলার অনুদান দিচ্ছে কানাডা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তহবিলের ঘোষণা দেন আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন। তিনি বলেন, খাবার, পানি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসহ সার্বিক স্বাস্থ্য সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএন সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ডের মাধ্যমে লেবাননের সংকটে যে এক কোটি ডলার এরই মধ্যে দেওয়া হয়েছে এই তহবিল তার অতিরিক্ত। কানাডা এই তহবিলের একজন দাতা।
সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত হেজবুল্লাহ শনিবার এর নেতা এবং প্রতিষ্ঠাতা সদস্যদের একজন বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। আক্রমণ না থামানো পর্যন্ত ইসরায়েল হেজবুল্লাহর ওপর চাপ বৃদ্ধি করার অঙ্গীকার করেছে। হেজবুল্লাহর হামলায় লেবানন সীমান্তের কাছে হাজার হাজার ইসরায়েলিকে তাদের কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
কানাডার মাননিবক সহায়তার খবর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে লেবানন-ইসরায়েল সীমান্তে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতিরও দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে হুসেন বলেন, ঘোষিত এই তহবিলের সাহায্যে কানাডার অংশীজনরা এখন জরুরি প্রয়োজনে লোকদের সহায়তা জোরদার করতে পারবে। লেবাননে সহিংসতা বন্ধের দাবি জানাচ্ছি আমরা। সেই সঙ্গে বেসামরিক ব্যক্তি ও মানবিক কর্মীদের রক্ষায় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় থাকা বাধ্যবাধকতাগুলোকে রক্ষায় সব পক্ষের প্রতি আাহ্বান জানাচ্ছি।
গাজাকে সহায়তার অংশ হিসেবে গত বছরের ৮ আগস্ট ইসরায়েলে রকেট হামলা চালায় হেজবুল্লাহ। হামাস ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালানোর পরদিন হেজবুল্লাহ এই হামলা চালায়। হামাসের ওই হামলায় এত হাজার ২০০ মানুষ নিহত হয় ও আরও ২৫০ জন অপহৃত হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কানাডা লেবাননের পরিস্থিতির ওপর অব্যাহতভাবে নজর রাখছে এবং পরিবর্তিত চাহিদা মূল্যায়ন ও পূরণে মানবিক সহায়তা প্রদানকারী অংশীজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, এই সহিংসতায় লেবাননের ক্ষতিগ্রস্ত লোকদের পাশে রয়েছে কানাডা। একইসঙ্গে আমরা চাহিদা অনুযায়ী তাদেরকে মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।