গত ১৪ ডিসেম্বর গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার উদ্যোগে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়। ৩০৩০ ড্যানফোর্থ এভিনিউতে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছিল, অনেকে আহত হয়েছিল।
বক্তব্যে তাদের কথা স্মরণ করেন এবং তাদের আত্নার মাগফিরাত কামনা করেন।
সভাপতি ইউসুফ শেখ স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবসের তাৎপর্য ও সংগঠনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শহিদুল ইসলাম সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করেন।
বিপুল দেবনাথ সকলের শান্তি কামনা করে পবিত্র গীতা পাঠ করেন। অনুষ্ঠান সুন্দর সাবলীলভাবে উপস্থাপনা করেন কনভেনর ও যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী ।
সম্মানীত তিনজন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আব্দুস ছালাম এবং ড. সামাদ হাওলাদার কে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন রুবিয়া সুলতানা, সাদিয়া শারমিন খান ও সামিনা আকতার।
অসুস্থ থেকেও অনুষ্ঠানে উপস্থিত হওায়ার জন্য সংগঠনের পক্ষ থেকে শিরিন বেগম কে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা জিনাত হোসাইন (মৌসুমী) ।
বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আব্দুস ছালাম, বীর মুক্তিযুদ্ধা ড. সামাদ হাওলাদার, ইমাম হোসেন, ইঞ্জিনিয়ার নওশের আলী, সমাজসেবিকা হাসিনা আক্তার জানু ও মোঃ মাসুদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে হল ভর্তি দর্শককে মাতিয়ে রেখেছিলেন পিওনা বিশ্বাস, ফিরোজ সেখ। ইউসুফ সেখ এর গানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ইউসুফ সেখ।
শুরু থেকে শেষ পর্যন্ত চা ও পিয়াজু পরিবেশন করা হয়। সব শেষে ডিনারের আয়োজন ছিল আকর্ষণীয় ও অত্যন্ত মজাদার। প্রেস বিজ্ঞপ্তি।