কবিতার বর্ণমালা গুলো
আজকাল খুব ছুটোছুটি করে,
দ্বিগবিদিক ছুটার অস্থির প্রতিযোগিতা,
ডানে বায়ে উত্তর দক্ষিণ
পূর্ব পশ্চিম
কেউ অগ্রভাগে কেউবা পশ্চাতে,
কেউ দশ দিকেই নিজের অবস্থান চায় গড়তে ।
কারোর আকার নেই, কারোর নেই উ-কার,
তবু সব দিক যেন তার জন্মান্তর অধিকার।
ফলের বাগানে যেমন হাইব্রিডের সমাহার,
ফুল বাগিচায় রং বে-রঙের বাহার।
উত্তাল সাগরের ঢেউ কি যায় গোনা ?
নীল আকাশের তারাগুলোর
ক’টার নাম যায় জানা ?
হে পৃথিবী —
পাহাড় জঙ্গল অশান্ত সমুদ্র
ভেঙে চুরে যদি কোনো আকৃতি দিতে পারো –
তবে এসো উদ্দাম গতিতে-
ছেলেবেলার তাল গাছের উপর থেকে দল বেঁধে
নদীর জলে ঝাঁপিয়ে পড়ার আনন্দ,
কানামাছি ডাংগুটি,হাঁড়িভাঙ্গা খেলার মতো উত্তেজনা নিয়ে,
এসো ঝড়ো হাওয়ার গতিতে,
কবিতার বর্ণ মালাগুলো
সঠিক স্থানে বসিয়ে দিতে।
বর্ণ মালা–
এবার শান্ত হয়ে বসো
শান্ত হয়ে।