১.
‘নবান্ন’
°°°°°°°
সারি সারি খেঁজুর গাছ
ঝুলে আছে রসের হাড়ি,
ধান কাটার লেগেছে ধুম
উৎসবে মুখরিত বাড়ি |
রাতে জ্যোৎস্না ছড়ায়
উঠানে সোনালী ধান,
হাড়ি থেকে উঠছে ধোঁয়া
নতুন চালের ভাতের ঘ্রান |
কেটেছে ফসল শূন্য মাঠ
চারিদিকে নবান্নের আনন্দে,
মুখরিত মাঠ – ঘাট
ভাওয়াইয়া – ভাটিয়ালি গানের ছন্দে |
শিশির সিক্ত ভোরে
নতুন চালের ক্ষীর, পিঠার আয়োজন,
ঋণের টাকা পরিশোধের চাপ
আনন্দ অনুজ্জ্বল করে মহাজন |
২.
‘কুয়াশায় ঢাকা ভোর’
°°°°°°°°°°°°°°°°°°°°°°
শীতের নির্দয় আঘাতে
ঝরে পড়ে গাছের পাতা,
কুয়াশায় ঢাকা ভোর
বেঁচে থাকার প্রতিযোগীতা |
খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে
তৈরী করে গরম,
গরম কাপড়ের অভাবে মানুষের কষ্টেও
বিত্তবানদের লাগে না শরম |
শীতের তীব্রতা বাড়ে
বাড়ে শ্রমজীবি মানুষের হাহাকার,
হাড় কাঁপুনী শীতে
চারিদিকে অন্ধকার |
সবুজ ঘাসের উপর শিশির বিন্দু
চোখের পাতা ভিজে যায় রুপালি কুয়াশায়,
জীবিকার তাগিদে কর্মমুখর
শ্রমজীবি মানুষ অসহায় |
শীতে স্থবির শরীর
উচ্চারিত হয় না শুভ সকাল,
কষ্টে ভরা জীবন
শ্রমিকের হালচাল |
শ্রমিকের কঠোর পরিশ্রমে
শীতেও ঝড়ে ঘাম,
নির্বোধ মহাজন
দিতে চায় না ন্যায্য দাম |
আকাশ জুড়ে অন্ধকার
সূর্য দেয় উঁকি,
খাবারের দেখা মেলে না তাই
শ্রমিক নেয় ঝুঁকি |