প্রাণে বিজয়ের আনন্দ
বুকে বাজে করুন সুর
বিজয়ের কাঙ্ক্ষিত স্বপ্ন
আজও হয়নি সুমধুর।
বিজয় কি ছিল শুধুই
উৎসবমুখর পালন!
নাকি সাড়ে সাত কোটি
বাঙালির হৃদয়ে লালন!
বিজয়কে দুমড়ে মুছড়ে
করছে কেউ আস্ফালন
বিজয় গীতি ইতিহাসে রেখে
হচ্ছে ব্যক্তিগত পালন।
সকলের স্বাধীন ভাবনার
অধিকার হচ্ছে ভুলন্তিত
হারাচ্ছে বিজয়গাঁথার চর্চা
গুরুত্ব হারাচ্ছে সাহিত্য।
নিজ দেশে পরবাসী আজ
বহু শিল্পী, কবি, সাহিত্যিক
বাঙালীর স্বপ্নের বাংলাদেশকে
অনেকেই করছে বাণিজ্যিক।
মুক্তিযুদ্ধের চেতনাকে করছে
স্বপ্ন পূরণের হাতিয়ার
স্বাধীনতা উত্তর বাংলাদেশে
একটা শ্রেনি পাচ্ছে পার।
সুজলা সুফলা শস্য শ্যামলা
সোনার বাংলা আহত
দুর্নীতিবাজদের দূরবী সন্ধিতে
বিজয় আনন্দ ভুলুন্ঠিত।
বিজয়ের অণাবিল আনন্দে
চিরায়ত বাংলার মুখ
সকলের সুখ আনন্দে
নিশ্চিত হোক সবার সুখ।