১.
‘রিকসাওয়ালা’
———————
রিকসাওয়ালা যেতে চায় না
রিকসা নিয়ে টানাটানি,
মানুষের অনুভব
করছে হয়রানি।
বয়সটা অনেক
তবুও রিকসা চালায়,
ক্ষুধার্ত চাহনি
কখন পৌছাবে বাসার দরজায়।
প্যাডেলে দেয় চাপ
ঝরছে ঘাম,
এত পরিশ্রমের পরও
পায় না ন্যায্য দাম।
মহাজনের টাকা দেয়ার পর
কিনতে হবে চাল,
খরচের কথা ভাবতে গেলে
হয়ে যায় করুণ হাল।
মনের দুঃখ মনে থাকে
তারপরও গায় গান,
কষ্টে নিথর শরীর
চোখ দুটো ম্রিয়মাণ।
২.
“আকাশে উড়ছে শকুন”
——————————–
বাতাসে পোড়া গন্ধ
লুঠেরাদের উল্লাস,
মগজ জুড়ে হিংসা বিদ্বেষ
সন্ত্রাসের বসবাস।
আকাশে উড়ছে শকুন
জানালা জুড়ে ধোঁয়া,
দেয়ালে দেয়ালে তান্ডব
সন্ত্রাসের ছোঁয়া।
কানে কানে বলেছে বৃষ্টি
তাই প্রতিবাদী মন,
এইতো শোনা যায়
সমুদ্রের গর্জন।
কৃষ্ণচূড়া ফুলের স্পর্শে
শৃঙ্খলমুক্ত হাত,
আলো আসবে তাই
অপেক্ষায় সূর্য ওঠা প্রভাত।
৩.
“মেঘে ঢাকা আকাশ”
—————————–
বৃষ্টিতে ভেজা আঁখি
মেঘে ঢাকা পৃথিবী,
ফুলের পাপড়িগুলো ছিড়ে ফেললেও
মুছে যাবে না স্মৃতি।
চাঁদের জ্যোৎস্নার আলোয়
আলোকিত পথ,
হারিয়ে যায় সূর্য
থমকে যায় মতামত।
কৃষ্ণচূড়া ফুলের রঙে
উদিত হবে সূর্য,
যত দূরেই হোক না কেন
আলোকিত হবে পূর্ব।
সূর্যের আলো ছড়াবে
সময়ের বাঁকে,
সূর্যের আলোয় কেটে যাবে আঁধার
সময়ের ডাকে।
আবার দেখা হবে
ফুল ফোটার সময়,
সময় বলবে কথা
হাসিটা থাকবে অক্ষয়।
৪.
“ধোঁয়ায় আচ্ছন্ন বিবেক”
———————————
ধ্বংসে শক্তির প্রকাশ পায়না
সৃষ্টি প্রকাশ করে শক্তির ,
ধৈর্য্য , সহনশীলতার মাধ্যমে
সেইতো প্রকৃত বীর।
সৃষ্টিতে সৌন্দর্য্য
চারিদিকে সবুজ ,
ধ্বংসের উন্মাদনা
মন যখন অবুঝ।
ধৈর্য্যে সৃষ্টি হয় শুদ্ধাচার
সৃষ্টিতে প্রয়োজন সময় ,
এক নিমেষেই হয়ে যায় ধ্বংস
মানুষের মনে তৈরী হয় ভয়।
ধোঁয়ায় আচ্ছন্ন বিবেক
ধ্বংস করে কুজন ,
ধ্বংসের চিত্র বড়ই বেদনার
উদ্বেলিত মন।
ধ্বংসাত্মক কাজে মেতে উঠে
বিবেকহীন দুর্বৃত্ত ,
সফলতার ঢেঁকুর তোলে
মনে করে কৃতিত্ব।
সন্ত্রাসের নির্দয় আঘাতে
অর্থনীতি হয় বিনষ্ট ,
তৈরি হয় সংকট
বেড়ে যায় কষ্ট।
উগ্রতা ও সহিংসতায়
আঁধার কাটে না, পরিস্থিতি হয় প্রকট ,
সহিষ্ণুতা ও সহনশীলতায়
মিটে যায় সংকট।
মো. সরওয়ার হক চৌধুরী, সাংবাদিক ও সাহিত্যিক