বয়স্ক একজন শিক রোগীকে ঘিরে ঘটনার জন্য ক্ষমা চেয়েছে উইলিয়াম অসলার হেলথ সিস্টেম। ওই ঘটনায় ওই শিখ রোগীর সম্মতি না নিয়েই মেডিকেল প্রয়োজন ব্যতিরেকে তার দাড়ি কামিয়ে দেওয়া হয়। ব্র্যাম্পটন সিভিক হসপিটালের এক কর্মী কাজটি করেন।
আগস্টের শেষ দিকে ৮৫ বছর বয়সী যোগিন্দার সিং কেলারকে টরন্টোর সেইন্ট ম্যাইকেল’স হসপিটাল থেকে ব্র্যাম্পটন সিভিকে স্থানান্তর করা হয়। গুরুতর অসুস্থতার কারণে সেখানে তাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়।
তার পরিবারের সদস্যরা বলেন, পিল রিজিয়েেনর হাসপাতালটিতে আসার পর কর্মীরা তার দাড়ি কামানোর অনুমতি চান। কিন্তু বিশ^াসের কারণে পরিবারের সদস্যরা তাতে সম্মতি দেয়নি।
কিন্তু তাদের এই ইচ্ছার প্রতি শেষ পর্যন্ত সম্মান দেখানো হয়নি।
ওই ঘটনার পর পরিবারের সদস্যরা প্রতিবাদ করেনে এবং শেষ পর্যন্ত হাসপাতাল নেটওয়ার্ক ঘটনাটির তদন্ত শুরু করতে বাধ্য হয়। উইলিয়াম অসলার হেলথ সিস্টেম বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, তদন্ত শেষ হয়েছে এবং আমাদের বিদ্যমান চর্চা, প্রটোকল এবং নীতির ভিত্তিতে এখন বাড়তি পদক্ষেপ নিতে হবে। সাংস্কৃতিক সুরক্ষার ব্যাপারে কর্মীদের শিক্ষাও সংযোজন করতে হবে, যাতে করে এটা নিশ্চিত হয় যে, তারা নিরবচ্ছিন্নভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চাগুলোকে সম্মান প্রদর্শন করেন।
পদক্ষেপগুলো কী হবে সে ব্যাপারে বিস্তারিত বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হসপিটাল নেটওয়ার্ক বলেছে, এ ঘটনার সব দায় আমরা নিচ্ছি এবং রোগী ও তার পরিবারের কাছে আমরা গভীরভাবে ক্ষমা চাইছি। শিখ সম্প্রদায়েরও কাছেও আমরা ক্ষমা চাইছি। সেই সঙ্গে ক্ষমা চাইছি অস্বভাবিকভাবে সাংস্কৃতিকভাবে বিচিত্র্য কমিউনিটিগুলোর কাছে।