মন্ট্রিয়লের অতি পরিচিত মুখ লায়লা কবির হেমা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মঙ্গলবার (৫ নভেম্বর) তিনি সেন্ট মেরী হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনি দীর্ঘদিন কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
লায়লা কবির হেমা মন্ট্রিয়লের অতি পরিচিত মুখ। তিনি ছোটবেলা থেকেই মন্ট্রিয়ল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার অবদান মন্ট্রিয়লের বাংলাদেশ কমিউনিটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
লায়লা কবির হেমা’র অকাল মৃত্যূতে গভীর শোক ও সমবেদনা জানাই। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
লায়লা কবির হেমা ১৯৮৩ সালে ৭ বছর বয়সে বাবা কবির উদ্দিন ও মা শিরিয়া বেগমের সাথে জার্মানী থেকে মন্ট্রিয়লে আসেন বসবাসের জন্য। তাঁর বাবা ও মা কয়েক বছর আগে মারা যান।