ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা যে দ্রুত শুরু করা দরকার প্রদেশ ও অঞ্চলগুলোকে সে কথা বলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কর্মসূচিটি বাস্তবায়নের জন্য পাসকৃত আইনে রয়্যাল সম্মতির একদিন পর এ কথা বললেন তিনি।
লাওসে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সমাপনীতে সাংবাদিকদের ট্রুডো বলেন, এক্ষেত্রে সত্যিকারের অগ্রগতি আছে। কিন্তু এখন আমাদের প্রদেশ ও অঞ্চলগুলোর আলোচনার টেবিলে আসা উচিত। সেই সঙ্গে আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা উচিত, কানাডিয়ানরা যা সমর্থন করেন। পাশাপাশি কানাডিয়ানদের পারিবারিক বাজেটের ওপর থেকে চাপ কমিয়ে আনা প্রয়োজন।
তিনি বলেন, ব্যবস্থাপত্রের জন্য অর্থ পরিশোধে যাদেরকে হিমশিম খেতে হয় তাদের জন্য সহায়ক হবে এই কর্মসূচি। এবং তার সরকার নারীর পছন্দের অধিকারে শুধু বিশ^াসই করে না, আমরা এ নিয়ে কাজও করি।
কোনো ধরনের সংশোধনী ছাড়াই ফার্মাকেয়ার বিল সেনেট পাস হয়েছে এবং এর কিছুক্ষণ পরই রয়্যাল সম্মতিও পেয়েছে। ভবিষ্যতে দীর্ঘমেয়াদী কোনো সর্বজনীন ফার্মাকেয়ার পরিকল্পনা আছে কিনা এটা তা জানিয়ে দেবে। কিন্তু তাৎক্ষণিক হলে বিলটি ডায়াবেটিস ও জন্মনিয়ন্ত্রণ মেডিকেশনের ব্যয় নির্বাহে প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে ফেডারেল সরকারের চুক্তি করার পথ করে দেবে।
সংখ্যালঘু লিবারেল সরকার এখন মারাত্মকভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কোনো ধরনের চুক্তি স্বাক্ষরের জন্য সরকার কত সময় পাবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। এবং এনডিপি নেতা জাগমিত সিং শুক্রবার এই বলে সতর্ক করে দিয়েছেন যে, ফার্মাকেয়ারের অবস্থা এখন ভঙ্গুর। পার্লামেন্ট হিলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এ নিয়ে উদ্বিগ্ন।