ট্রুডোর লিবারেল পার্টি কানাডার অভিবাসন ব্যবস্থায় কী ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তা যদি জানতে চান তাহলে আপনাকে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কে বিবেচনায় নিতে হবে। এই সময়ের মধ্যে ৪৯ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী, ভিজিটর, পর্যটক এবং অস্থায়ী কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এখানে সমস্যা হলো এদের কেউ যে দেশে ফিরে যাবে সেই নিশ্চয়তা নেই। এদের বড় অংশ তাদের নিজেদের ইচ্ছায় দেশ ছাড়বে না।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সাম্প্রতিক এক প্রদিবেদনে দেখা গেছে, এর সদস্য ৩৮টি দেশের মধ্যে কানাডায় অভিবাসীদের থেকে যাওয়ার হার সবচেয়ে বেশি। উদাহরণ হিসেবে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কমপক্ষে ৪০ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় থেকে যান। লিবারেল সরকার কাউকে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ না নেওয়ায় থেকে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর হার ৭০ থেকে ৮০ শতাংশে পৌঁছেছে বলে মনে করা হয়।
আগামী বছরের শেষে ৭ লাখ ৬৭ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসার মেয়াদ শেষ হবে। এর অর্থ হচ্ছে শিক্ষা শেষ হওয়ার পরও ৩ লাখ ৭ হাজার থেকে ৬ লাখ ১৪ হাজার শিক্ষার্থী কানাডায় থেকে যাবে। আগামী ১৪ মাসে কেবল শিক্ষার্থী ভিসার মেয়াদই শেষ হবে এই সংখ্যায়। গত পাঁচ বছরের তুলনায় সংখ্যাটি অনেক বেশি। এ থেকেই বুঝতে পারছেন সমস্যার ব্যাপকতা সম্পর্কে।