কানাডা পোস্টের মাসব্যাপী ধর্মঘট মঙ্গলবার শেষ হয়। ফেডারেল লেবার রিলেশন্স বোর্ড কর্মীদের কাজে ফেরার আদেশ দেওয়ার পর এই ধর্মঘটের সমাপ্তি ঘটে। এমনটাই জানিয়েছে কানাডা পোস্ট।
কানাডা পোস্ট রোববার রাতে এক বিবৃতিতে বলে, মঙ্গলবার থেকে পোস্টাল কার্যক্রম ফের শুরু হচ্ছে। দুই দিনের শুনানি শেষে সিআইআরবি তাদের রুলিংয়ে এটা নিশ্চিত করেছে যে, দুই পক্ষের দর-কষাকষি অচলাবস্থায় পৌঁছেছে। এ কারণে সিআইআরবি কর্মীদের কাজে ফেরার আদেশ দিয়েছে এবং ১৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে পোস্টাল কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
৩২তম দিনের মতো সোমবারও পোস্টাল কার্যক্রম বন্ধ থাকবে।
কানাডা পোস্ট বলেছে, তারা তাদের কর্মীদের কাজে ফেরায় স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে কানাডিয়ান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা পুনরায় শুরু করার অপেক্ষায় আছে।
দর-কষাকষিতে অচলাবস্থা দেখা দিলে কানাডা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বোর্ডের (সিআইআরবি) কাছে শুক্রবার কর্মীদের কাজে ফেরার আদেশ চান শ্রমমন্ত্রী স্টিভেন ম্যাককিনন। এর পরই এই উদ্যোগ এল। ম্যাককিনন বলেন, সিদ্ধান্তটি তিনি হালকাভাবে নেননি। সময় ফুরিয়ে গেছে বলার সময় হয়ে গেছে।
সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ম্যাককিনন লেখেন, সিআইআরবি বিদ্যমান কালেক্টিভ এগ্রিমেন্টের মেয়াদ বৃদ্ধির আদেশ দিয়েছে। সেই সঙ্গে এ বছরের শেষেও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় পোস্টাল কার্যক্রম শুরু করার আদেশ দিয়েছে তারা।
তিনি বলেন, শ্রম অসন্তোষের কাঠামোগত সমস্যা পর্যালোচনা করে দেখবে ইন্ডাস্ট্রিয়াল ইনকোয়ারি কমিশন। আগামী বছরের ১৫ মে এ সংক্রান্ত প্রতিবেদন দেবে তারা, যা উভয় পক্ষের দর-কষাকষির শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।
৫৫ হাজার কর্মীর ধর্মঘট ১৫ নভেম্বর শুরু হয়। কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কার্স বেতন বৃদ্ধি, উন্নত পেনশন ও উন্নত স্বাস্থ্য সুবিধার দাবি জানিয়ে আসছে।