কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার তিনি এই ঘোষণা দেন। এটিই এখন পর্যন্ত জাস্টিন ট্রুডোর লিবারেল সরকারে সবচেয়ে প্রণিধানােগ্য পরিবর্তন।
ফ্রিল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার আপনি আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব আর পালন না করার আহ্বান জানিয়ে মন্ত্রিসভায় অন্য মন্ত্রণালয় সামলানোর কথা বলেছিলেন। সব কিছু চিন্তা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমার জন্য একমাত্র সৎ ও সঠিক পথ হচ্ছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, একজন মন্ত্রীকে অবশ্যই পূর্ণ আস্থা নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলতে হবে। আপনার সিদ্ধান্তের মাধ্যমে আপনি এটা পরিস্কার করে দিয়েছেন যে, এরপর থেকে আমি আর সেই আস্থা বিশ^াসযোগ্যভাবে উপভোগ করতে পারব না। কর্তৃত্বও ধরে রাখতে পারব না। কানাডার জন্য সর্বোত্তম পথ কী তা নিয়ে গত কয়েক মাসে আমাদের মধ্যে মতভেদ হয়েছে। আমাদের দেশ বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তার সরকারের ফল ইকোনমিক আপডেট প্রকাশের আগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন।
ফ্রিল্যান্ডের এই ঘোষণার পাশাপাশি আরেকটি খবরও এসেছে এবং তা হচ্ছে আবাসনমন্ত্রী শন ফ্রেজার আর নির্বাচনে অংশ নেবেন না।
ফ্রিল্যান্ড বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে আগ্রাসী অর্থনৈতিক জাতীয়তাবাদ বেছে নিতে চাইছে। কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি এর মধ্যে অন্যতম। আমাদেরকে এই হুমকি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।