১.
“সময়”
———
নিকষ অন্ধকারের সামনে
সূর্য্য দিয়েছে বুক পেতে,
কুয়াশা কেটে সূর্য্য দেখা যায়
বেঁচে থাকে ঘাত – প্রতিঘাতে |
শীতে ভিজে গেছে তাই
পাখির গান গাইতে বড়ই কষ্ট,
দুর্যোগেও সুর তোলে
হয় না পথভ্রষ্ট |
চাঁদ করেছে অভিমান
জ্যোৎস্না বিলাতে রয়েছে বিরত,
আকাশে তারাগুলো উঠবে জ্বলে
আলোকিত করবে অবিরত |
চোখের জল ছলছল
বৃষ্টিতে ভিজেছে মৃত্তিকা,
বৃষ্টির জল হৃদয়কে করে আন্দোলিত
পথ যতই হোক আঁকা বাঁকা |
আঁখিগুলো অসহায়ভাবে তাকিয়ে আছে
নিষ্ঠুর সময়ের দিকে,
হারিয়ে গেছে বিবেক
সময়ের রঙটা হয়েছে ফিকে |
সময়ের দেহটি আপাদমস্তক রক্তাক্ত
আগুনে পুড়ে ঘড়ির কাঁটাগুলো করছে আত্মচিৎকার,
এতোসব বীভৎস দৃশ্য
কবিতার পংক্তিমালা রক্তের মাঝে কাঁটছে সাঁতার |
অগ্রহায়ণের ভর দুপুরে রোদের জন্য অপেক্ষা
অন্ধকারে ঢেকে গেছে রোদ,
অন্ধকারের মাঝে জ্বলবে আলো
গড়ে উঠবে প্রতিরোধ |
রোদে আছে আলো, আছে উত্তাপ
খুলে দাও জানালা – কপাট,
গভীর রাতের পর
সূর্য্য ওঠা প্রভাত |
২.
“শিশিরের শব্দ”
———————-
শীতের বন্দিদশায় গাঁয়ের মানুষ
ঘন কুয়াশায় ঢাকা অগ্রহায়ন,
জীবন জীবিকার তাগিদে
কাজটা অতি প্রয়োজন |
শীতের সকালে প্রথম ভাবনা
কিভাবে করবে শীত নিবারণ,
সূর্যের অপেক্ষায় সারাটা দিন
সূর্যকে করবে বরণ |
সবুজ পাতাগুলোকে শিশির করেছে
রূপালি ঝলমলে,
নৃত্য করে ঘাসের উপর
শিশির টলটলে |
রাতে জ্যোৎস্না খেলা করে
ভেজা চোখের পাতায় ,
গাছগুলো নীরবে দাঁড়িয়ে থাকে
পরিপূর্ণ শূন্যতায় |
হাওয়ায় দোলে ফুল
হলুদ সরষে ক্ষেতে,
মনকে রাঙিয়ে নিতে
ইচ্ছে করে যেতে |
শিশু – কিশোরের কোলাহল
খেঁজুর গুড়ের পিঠা,
শীতের সকালে কি যে আনন্দ !
গরম ভাপা পিঠা |
নতুন ধানের মোটা চাল আর
আখের গুড়ের ক্ষীর,
খৈ, মুড়ি দিয়ে খেতে বড়ই মজা
আমাদের কৃষকরাই প্রকৃত বীর |
দু’চোখ দিয়ে গড়িয়ে পড়ে
ভালবাসার নোনা জল,
কুয়াশায় মেঠো পথ দিয়ে হেঁটে চলা
ইচ্ছে শক্তিটা প্রবল |
৩.
“পাখির কলরব”
———————-
নীল গগনে উড়ছে
অসংখ্য শীতের পাখি,
চারিদিক হয়েছে রঙিন
জুড়ায় আঁখি |
বৃক্ষ, খাল, বিল, নদী
কলকাকলিতে মুখরিত,
উৎফুল্ল হয় হৃদয়
আনন্দধারা অবিরত |
শান্তির বার্তা নিয়ে এসেছে
পাখির ঠোঁটে,
কিচিরমিচির করে কি যেন বলছে?
সাদা গোলাপ ফোটে |
মুক্তির বার্তা নিয়ে এসেছে
রঙিন ডানায়,
ছড়াবে শুভ্রতা
ভালবাসা দিয়ে রুখে দিবে অন্যায় |
পাখির সুরেলা কন্ঠ
গাইছে গান,
প্রকৃতির স্নিগ্ধতা
মানবতার আহবান |
কুয়াশায় ডানা ভিজেছে
তারপরও বিজয়ের আশ্বাস,
এর চেয়ে বেশি শীতে
যাদের বসবাস |
প্রকৃতির নিয়মে এসেছে
পথ হারিয়ে নয়,
বেঁচে থাকার লড়াই
তাই করে না ভয় |