উপমহাদেশের সংগীত জগতের দুই বাংলার জনপ্রিয় গুণী সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের একক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল সাপ্তাহিক টরন্টো , আলফা টিভি, Worldwide AirTicketing, Cargo & Courier।
এ প্রসঙ্গে উইকলি টরন্টোর সম্পাদক আব্দুর রহিম বলেন, আমি শ্রীকান্ত আচার্য্য বরাবরই ফ্যান ছিলাম। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারত বিরোধিতা করতে গিয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন। এমন কি বাংলা সংগীত জগতের তারকা শিল্পী শ্রীকান্ত আচার্যের কানাডা আগমন উপলক্ষে তাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বর্জনের ডাক দিয়েছিলেন। অনুষ্ঠানটি প্রায় বন্ধ হবার উপক্রম হয়ে পরে । যেটা দুই বাংলার কিছু নিবেদিত সংস্কৃতি প্রেমীদের চেষ্টায় শেষ পর্যন্ত আয়োজনটি সফল হয়েছে।
আব্দুর রহিম আরও জানান, আমাদের স্বনামধন্য সংবাদ পাঠিকা আসমা আহমেদ মাসুদ আপার মাধ্যমে সপ্না দাস এবং দেব দাদাকে আমার অফিসে পাঠান আজকের অনুষ্ঠানের শিল্পী ও কলা কৌশলীদের বিমান টিকিটের জন্য। আমি এমনিতেই শ্রীকান্ত আচার্যের গানের ফ্যান, আমি যথারীতি বাংলাদেশ বিমান এয়ার লাইন এর টিকিট করার প্রস্তাব দিলাম। তারা সনন্দে গ্রহন করলেন। আয়োজনের অংশীদার হতে পেরে আনন্দতি। এই জন্য শ্রীকান্ত আচার্যের অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং আয়োজকদের ধন্যবাদ জানাই।