শেখ হাসিনার আইসিটি মামলা পরিচালনায় আইনজীবী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ কানাডা শাখা। শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ কানাডা শাখার কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অবৈধ আইসিটি বিচার কার্য শুরুর জন্য অবৈধ ইউনুস সরকারের তিব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় এই বিচার কার্য দেখার জন্য শেখ হাসিনার আইসিটি মামলায় ডিফেন্ড করার জন্য অ্যাডভোকেট সামাদ হাওলাদারের নেতৃত্বে আইনজীবী পাঠানো সিধান্ত গৃহীত হয়। একই সাথে কানাডার মানবাধিকার সংস্থা ও আইনজীবীদের মধ্যে পাঠানো এবং ডেভিড শ্লোনসহ কানাডার আরও কয়েকজন আইনজীবির সাথে যোগাযোগ করে কথাও জানানো হয়। যারা সংশোধিত আইসিটি আইন এবং পুনর্গঠিত আইসিটি প্রসিকিউশন সম্পর্কে বিস্তারিত জানেন তাদেরকেই পাঠানো হবে বলে মত প্রকাশ করেন।
কানাডা আওয়ামীলীগের সভপতি গোলাম মহিবুর রহমানের সভাপতিত্বে মোহাম্দ মোজাহিত এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আব্দুস ছালাম , সহসভাপতি আব্দুল কাদের মিলু, মুন্সি বসির ইতরাত জুবেরি সেলিম, সাজ্জাত হোসেন সুইট, মোহাম্দ চৌধুরী বিপ্লব, সুলতান, মাসুদ সিদ্দীকি, আমরুল ইসলাম, সবুজ , নজরুল ইসলাম প্রমূখ।