কানাডার প্রধান চারটি শহরের বাসিন্দাদের বড় অংশ বলেছেন, অভিবাসীদের জন্য দেশের দরজা উন্মুক্ত রাখতে চান তারা। সিটিনিউজের জন্য পরিচালিত মারু পাবলিক ওপিনিয়নের নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
যদিও সমীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক কানাডিয়ান বলেছেন, আগামী দুই বছরে তারা অভিবাসীর সংখ্যা কম দেখতে চান। তবে টরন্টো, ক্যালগেরি, এডমন্টন ও ভ্যানকুভারের ২২ শতাংশ বাসিন্দা অনির্দিষ্টকালের জন্য কানাডায় অভবাসনের জন্য নতুন আবেদন গ্রহণ বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন।
সমীক্ষায় অংশ নেওয়া কানাডিয়ানদের মধ্যে অভিবাসী নিয়ে মিশ্র মনোভাব দেখা গেছে। একদল বলেছেন, তাদের নগরীর ওপর নতুন অভিবাসীরা ইতিবাচক প্রভাব রাখছেন। তবে এর বিপরীত মনোভাব পোষণ করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ভ্যানকুভারের ৫৪ শতাংশ বাসিন্দা। টরন্টো ও ক্যালগেরিতে একই মনোভাব ব্যক্ত করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৪৯ শতাংশ। এডমন্টনে এই মনোভাব পোষণ করেছেন ৪৮ শতাংশ বাসিন্দা।
চারটি সিটির গড় হিসাব করলে দেখা যায়, ৪৫ শতাংশ কানাডিয়ান মনে করেন যে, কানাডার নতুন অভিবাসন আবেদন গ্রহণ করা উচিত। তবে আগামী দুই বছরে সেটা হওয়া উচিত আগের চেয়ে কম মাত্রায়।
সমীক্ষায় অংশ নেওয়া ২৩ শতাংশ কানাডিয়ান মনে করেন অভিবাসনের ক্ষেত্রে স্পন্সরড ফ্যামিলিগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। এর পরেই অগাধিকার দেওয়া উচিত ইকোনমিক অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং শরনার্থীদের।
এদিকে স্বল্প মজুরির অস্থায়ী বিদেশি শ্রমিকের আগমন সীমিত করতে সম্প্রতি কঠোর নিয়ম চালুর ঘোষণা দিয়েছে লিবারেল সরকার। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার সরকারি উপাত্ত অনুযায়ী, ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৮২০ জন বিদেশি অস্থায়ী শ্রমিকের পারমিট কার্যকর ছিল, যা ২০১৯ সালের তুলনায় ৮৮ শতাংশ বেশি। ২০১৯ সালে এই সংখ্যাটি ছিল ৯৮ হাজার ২৫।