কানাডিয়ান নাগরিকদের লেবানন ত্যাগে অটোয়াকে অবশ্যই আরও বেশি কিছু করতে হবে বলে জানিয়েছেন গত সপ্তাহে নিহত কানাডিয়ান দম্পতির সন্তান। লেবাননের দক্ষিণে ইসরায়েলের ছোড়া বোমা ওই দম্পতিকে বহন করা গাড়িতে আঘাত হানলে নিহত হন তারা।
বাহরাইন থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে কামাল তাবাজা নামে ওই ব্যক্তি বলেন, তারা কানাডিয়ান ভাইসহ পরিবারের আরও সদস্যরা দেশটি থেকে বের হওয়ার নিরাপদ রাস্তা খুঁজে পাচ্ছেন না এবং বিষয়টি জানার পর তিনি ঘুমাতে পারছেন না। এখনো যেসব কানাডিয়ান লেবাননে রয়ে গেছেন তাদেরকে উদ্ধার অভিযান শুরু করা উচিত। এজন্য কানাডার উচিত তাদের নিজস্ব উড়োজাহাজ বা জাহাজ পাঠানো।
কয়েক মাস ধরেই সামরিক উপায়ে আটকেপড়া কানাডিয়ানদের লেবানন থেকে উদ্ধারের পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এখন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা লোকজনকে তাদের নিজ চেষ্টায় লেবানন ত্যাগের আাহ্বান জানাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ৪৫ হাজারের মতো কানাডিয়ান লেবাননে অবস্থান করছেন। যদিও এর মাত্র অর্ধেক বেইরুতে কানাডিয়ান দূতাবাসে নিবন্ধিত।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা শুক্রবার বেইরুত থেকে অন্য দেশগামী বাণিজ্যিক ফ্লাইটগুলোতে আসন বুকিং শুরু করেছে। এরপর ওইসব দেশ থেকে কানাডায় ফেরার দায়িত্ব কানাডিয়ানদের নিজস্ব।
এর আগে জোলি বলেন, দ্রুত কানাডিয়ানদের লেবানন থেকে সরে যেতে সহায়তা করতে আগামী তিনদিনের জন্য অতিরিক্ত ৮০০ আসন নিশ্চিত করেছে। এসব ব্যক্তির মধ্যে কানাডিয়ান যেমন রয়েছে, একইভাবে আছে স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যরা।
তিনি বলেন, আপনি যদি কানাডিয়ান নাগরিক হয়ে থাকেন এবং লেবাননে অবস্থান করেন তাহলে আপনাকে অবশ্যই দেশটি ত্যাগ করতে হবে। আপনাকে যদি কোনো আসন দেওয়া হয়ে থাকে তাহলে এখনই তা গ্রহণ করুন।
জোলির এই ঘোষণার আগে তাবাজা বলেছিলেন, বেইরুতে অবস্থানরত তার ভাই দুই সপ্তাহ আগেই একটি ফআইট ধরতে পারতেন। আপনাকে শুধু চেষ্টা করতে হবে এবং সেটা শক্তভাবে চালিয়ে যেতে হবে। ভাইয়ের ব্যাপারে চিন্তা করার সময় নিজেকে ঠিক এ কথাই বলেন তিনি। আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে। লড়াই শেষ না হওয়া পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে।
এদিকে ন্যাশনাল ডে ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন পালনের জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার ইনুভিকে অবস্থান করছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। কানাডা যে দেশটি এবং পুরো অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে সে কথা তিনি পুনর্ব্যক্ত করেন।