১.
“জীবন মানে অন্য কিছু”
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জীবন মানে অন্য কিছু
সবুজ শ্যামল বাংলার প্রকৃতি,
শ্রাবণ মেঘের আকাশ
হৃদয় জুড়ে সেই স্মৃতি।
জীবন মানে অন্য কিছু
সারাদিন মুষলধারে বৃষ্টি,
ভিজে যাওয়া চড়ুই পাখি,
ব্যাকুল করে মায়াবী দৃষ্টি।
জীবন মানে অন্য কিছু
সুবাস ছড়ায় ফাগুণ,
আগুনের রঙে ফুল ফোটে
গাছে গাছে আগুন |
জীবন মানে অন্য কিছু
ক্ষেতে ফসলের হাসি,
মাঝির কন্ঠে ভেসে আসে
জন্মভূমিকে ভালবাসি |
জীবন মানে অন্য কিছু
বন্ধুদের চায়ের আড্ডা এখন নিশ্চুপ,
আনন্দে উদ্বেলিত নিশ্চিত জীবন
হাসিমাখা মুখগুলো মনে পড়ে খুব |
জীবন মানে অন্য কিছু
আম কুড়ানোর স্মৃতি,
নদীতে মাছ ধরার দৃশ্য
জ্যোৎস্না রাতে কবিতা আবৃত্তি |
জীবন মানে অন্য কিছু
মুগ্ধতা ছড়ায় বৈশাখী মেলা,
হাজার মানুষের ভিড়ে
কেটে যায় বেলা |
জীবন মানে অন্য কিছু
স্বামীহারা অসহায় বোনের চোখের জল,
নবজাতকের কান্না
এগিয়ে যাওয়া মনোবল |
জীবন মানে অন্য কিছু
তৃষ্ণার্ত হৃদয়ের চিঠিতে ভরা খামে,
কষ্টে কষ্টে জীবন শেষ
সত্যের জয় হয় জীবনের দামে |
জীবন মানে অন্য কিছু
একাত্তরের বন্ধনে,
রক্তে প্রবাহিত দেশপ্রেম
হৃদয় স্পন্দনে |
জীবন মানে অন্য কিছু
মুখে ভোরের সূর্যের হাসি,
চোখে দুপুরের রোদের তেজ
মগজ জুড়ে মাতৃভূমিকে ভালবাসি |
জীবন মানে অন্য কিছু
সমুদ্রের গর্জন,
প্রিয় মাতৃভূমির জন্য
জীবন বিসর্জন |
জীবন মানে অন্য কিছু
সত্য ফিরে আসে শ্রাবণে,
বেজে ওঠে ভালবাসার সুর
অসংখ্য মানুষের ক্রন্দনে |
২.
“শেষের পরেও শেষ আছে”
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মিথ্যা সত্যের সাথে করে অহংকার
সত্য ঢাকতে মিথ্যার নিকষ অন্ধকার,
শেকল বাঁধা হাতে
অসংখ্য মানুষের চিৎকার |
শেষের পরেও শেষ আছে
ছুড়ে ফেলি অন্ধকার,
সঙ্কটের আঁধার কেটে
সত্যকে করি উদ্ধার |
শহর হতে গ্রামে
রাত – দিন একাকার,
বিজয়ের আলো নিয়ে সত্য
ফিরে আসে বারবার |
বিদঘুটে অপকৌশল
মিথ্যা দিয়ে চরিত্রহনন,
তবুও সত্য উজ্জ্বল
সবার মনে বিচরণ |
মিথ্যার দংশনে
সত্যের দীর্ঘশ্বাস,
পোড়া মাটির গন্ধে
মিথ্যাকে অবিশ্বাস |
বেঁচে আছে সত্য
নিপীড়িত মজলুমের মনে,
প্রিয় জন্মভূমির
লুটিয়ে পড়ি চরণে |
পুড়ছে এক ঝুড়ি শিউলি ফুল
উত্তাপ ছড়ায় আগুন,
চোখের জলে প্রবাহিত বাংলাদেশ
দুলছে ধূসর ফাগুন |
৩.
“সভ্যতা”
°°°°°°°°°
সভ্যতার বড়াই
অসভ্যতার মাঝে,
সন্ত্রাসী লুঠেরা
সভ্য সাজে |
চারিদিকে অসভ্যতা
ব্যথিত হৃদয়,
মাথায় মেরে চটি
দেখাতে চায় ভয় |
মানুষকে ভালবাসতে
থাকতে হয় হিম্মত,
নিপীড়িত মজলুম
সদা প্রস্তুত |
গড়ে তুলতে হবে
সুস্থতার বাতাবরণ,
ভাঙতে শেকল
দিকে দিকে আজ গণজারণ |
জ্যোৎস্নার আলো ছুঁতে
ঘুমহীন রাত,
অদৃশ্য দেয়াল
শৃঙ্খলিত দু’হাত |
ধ্বংসের আওয়াজ
তবু বন্ধ দু’কান,
অন্যায়ের কাছে করোনা মাথা নত
যদি হও পূন্যবান |
বাতাস মোদের প্রাণ
শুধুই বেদনার ঘ্রান,
আগুনে পুড়ছে সভ্যতা
সবটাই হয়েছে ম্লান |
৪.
“কুড়ি থেকে ফোটেনি ফুল”
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
চাকচিক্যময় শহরে
যতই প্রভাব থাকুক নামে,
সূর্যাস্তের পর
যেতে হবে গ্রামে |
মায়াময় পৃথিবী ছাড়তে
যখন আসবে ডাক,
থাকবে না কোনও উপায়
যতই ছাড়ুক হাক |
খুবই সাময়িক
এই পৃথিবীতে বসবাস,
জীবনকে ভালবেসে
ছাড়তে হবে দীর্ঘশ্বাস |
চারিদিকে শুধুই হাহাকার
হিংসা বিদ্বেষ,
থাকবে এক ঝুড়ি অনুশোচনা
জীবনের সময়টা যখন হবে শেষ |
কুড়ি থেকে ফোটেনি ফুল
একরাশ বঞ্চনা,
ভেজা নয়নে দেখেছি ধরণী
কেটেছে যত যাতনা |
হয়তোবা কোনও এক মাঝরাতে
সুখ হয়ে আসবে দুঃখ বেদনা,
দু’চোখের আড়ালে লুকায়িত হাসি
বেঁচে থাকার অনুপ্রেরণা |
সবার জীবন শেষে
আকাশ হবে ঠিকানা,
শোক হয়ে যায় চোখের কাজল
তারপরও কেন অসত্যের বন্দনা?
সাংবাদিক ও সাহিত্যিক মোঃ সরওয়ার হক চৌধুরী’র এক গুচ্ছ কবিতা ………