আজ থেকে আমিও চরকা কাঁটবো,
পথ শেষ না হতেই
নতুন পথের দিকে হাঁটবো।
কি জানি কোন্ আশংকায়
কাকগুলো আকাশে উড়ে গেলো,
মাঠে শিশুরা নিত্যদিনের খেলা রেখে-
হঠাৎ বাড়িমুখে দৌড়ে গেলো।
কিন্তু আমি আর নড়বো না,
কাকতাড়ুয়ার মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবো।
নিজের ছায়ার সাথেই যুদ্ধ করে চলবো।
ঝুলা পাড়ার শাড়ি লুঙ্গি গামছা –
আজ সব কিনে নিবো,
তবে অর্থ দিয়ে নয়-
টগবগে জোয়ানের শক্ত পেশীর যুদ্ধে-
কিছু তাজা প্রাণের রক্ত দিয়ে কিনবো।
আমিও চরকা কাটবো।
যেদিন ছায়াকে করেছি ভয় মুক্ত,
সেদিন থেকেই আমার পৃথিবী উন্মুক্ত।
আমার চিন্তাগুলো সৈনিকের ছুঁড়া গুলির মতো
দিগবিদিক ছুটে বেড়ায়-
কি করে হই শান্ত?
অন্ধকারেই হাঁটবো নতুন পথের আশায়,
বাজপাখির তীক্ষ্ণ চোখ দিয়ে
এবার পৃথিবীটাকে নতুন করে দেখবো।
আমিও চরকা কাঁটবো।